মহানগর শ্রমিক দলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখা।
সোমবার (২১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নাম্বার রেল গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম বলেন, শেখ হাসিনাসহ যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত তারা এখন সবাই দেশ ত্যাগ করেছেন। কিন্তু এখনও প্রেতাত্মারা ও দেশী- বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জুলাই বিপ্লব করেছিল তারা এখন সেই সকল প্রেতাত্মাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেখেছি তারা গোপালগঞ্জে গিয়ে প্রোগ্রাম করে এদেশে একটি বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। আর কেয়ারটেকার সরকার তাদেরকে বিভিন্ন ধরনের প্রোটোকল দিয়ে সুবিধা দিচ্ছে।
তিনি বলেন, আমরা কেয়ারটেকার সরকারকে বলতে চাই আপনারা এদেশে বিশ কোটি মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষা, অধিকার ও গণতন্ত্রের লক্ষ্যে দায়িত্ব নিয়েছেন। আপনার আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া কোন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন দেন। এদেশের মানুষ যাদের পক্ষে রায় দিবে তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে নিজেদের সম্মান নিজেরা নিয়ে চলে যাবেন। অন্যথায় এদেশের মানুষ ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো আপনাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করবে।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য দেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোন বক্তব্য দেন তাহলে মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু আর বসে থাকবে না। আপনাদের উপর্যুক্ত জবাব দেওয়া হবে।
মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আশিক ফেরদৌস, মো. সেলিম হোসেন, লিটন মিয়া, আব্দুল আজিজ মিলন, শামসুদ্দিন, জুয়েল হোসেন, আবদুল হাই রিঙ্কু, মজিবুর রহমান, সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, বিল্লাল হোসেন, আল আমিন, অলিক, আজিম সরদার, মানিক, শাহীন, জাহাঙ্গীর, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক অলক ইসলাম, সদস্য সচিব কামাল মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিম সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন, বন্দর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব এহসান উদ্দিন সাগর, মহানগর শ্রমিক দলের সভাপতি বেলাল খান, সাধারণ সম্পাদক মো. মুসাসহ মহানগর শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।