২২ জুলাই ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশিত: ২১:৫০, ২১ জুলাই ২০২৫

আপডেট: ২২:২২, ২১ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য ইসলামী আন্দোলনের দোয়া

উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (২১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাটি আমাদের খুবই মর্মাহত করেছে। স্কুলের ফুটফুটে বাচ্চারা দগ্ধ হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে। চতুর্দিকে আত্মচিৎকার। যেকোন হৃদয়ের মানুষকে ব্যথিত করবে।

তারা বলেন, আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করি এবং আহদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ করি। পাশাপাশি সংশ্লিষ্টদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রশিক্ষণের বিমানে যান্ত্রিক কোন ত্রুটি ছিল কিনা এবং ত্রুটিপূর্ণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছিল কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়