২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ২৪ ডিসেম্বর ২০২৫

ধলেশ্বরীতে নিখোঁজ ট্রাক ও মিশুক উদ্ধার

ধলেশ্বরীতে নিখোঁজ ট্রাক ও মিশুক উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর পাঁচ যানবাহনের মধ্যে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় যান দু’টি উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান।

তিনি বলেন, “আমরা শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালানো শুরু করলেও ফেরির চালক ও অন্যান্য স্টাফদের অসহযোগিতার কারণে সঠিকভাবে যানবাহনগুলোর লোকেশন নিশ্চিত করা যায়নি।”

গত শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরিঘাট দিয়ে পারাপারের সময় মাঝনদীতে ফেরি থেকে নদীতে পড়ে যায় একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ভ্যানগাড়ি ও দু’টি ব্যাটারিচালিত রিকশা।

ট্রাক ও একটি অটোরিকশা উদ্ধার করা গেলেও বাকি তিনটি যানবাহন এখনো নদীতে নিখোঁজ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কামরুল।

ঘটনার পর বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, “ট্রাকটি ফেরিতে ওঠার পরও গিয়ারে ছিল। ফলে হঠাৎ মাঝনদীতে সেটি চালু হয়ে যায় এবং ট্রাকটি সামনে থাকা আরও চারটি যানসহ নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যান ট্রাকচালকসহ চারজন।”

এ ঘটনায় ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও মারা যান ফেরির তিন যাত্রী।

সর্বশেষ

জনপ্রিয়