২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনস্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, বন্দর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ ও সাংবাদিক আমির হোসেনসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

সভায় ইউএনও শিবানী সরকার জানান, আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে। তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখবে। সাংবাদিকদের সহযোগিতায় জনগণকে গণভোটের কনসেপ্ট সম্পর্কে সচেতন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”

সভায় মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধসহ জনগণের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়