০২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৬, ১ ডিসেম্বর ২০২৫

গ্যাস সংস্কার দাবিতে বন্দরে মানববন্ধন ও সড়ক অবরোধ

গ্যাস সংস্কার দাবিতে বন্দরে মানববন্ধন ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কয়েকটি এলাকায় তিতাস গ্যাস লাইনের সংস্কার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী নারী-পুরুষরা।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ত্রিবেনী পুল থেকে নোয়াদ্দা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন।

মানববন্ধনে ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ ও শান্তিনগর এলাকার মানুষ অংশ নেন।

তিন বছর ধরে গ্যাস সংকটে ভোগান্তিতে থাকা এসব মানুষ ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন।

আন্দোলনের উদ্যোক্তা মনির হোসেন জানান, “বছরের পর বছর গ্যাস না থাকায় আমাদের জীবন দুর্বিষহ। তিতাস ও নাসিকের সমন্বয়হীনতার কারণে আমরা যেন জিম্মি হয়ে আছি।”

এসময় ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার মানববন্ধনে যোগ দিয়ে দ্রুত সময়ে তিতাসের সংস্কার কাজ শুরু করার দাবি জানান।

বন্দর থানা বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেন, “রোড কাটিংয়ের অনুমতি দিতে নাসিককে দুই দিনের সময় দিচ্ছি। জামানত লাগলে ব্যক্তিগতভাবে আমি তা দেব।”

ভুক্তভোগী আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বেতনের অর্ধেক টাকা লাকড়ি কিনতেই শেষ হয়ে যায়। তিন বছর ধরে এ ভোগান্তি।”

আরেক ভুক্তভোগী হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বুড়ো হয়েছি- কাজের যাবার আগে গরম পানি করব করতে পারি না। রান্না করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে হয়। সিলিন্ডার কিনে চুলা চালানোর খরচ নেই, লাড়কি কিনে ধোঁয়ার কারণে চোখেও দেখি না। জানি না কি পাপ করেছি, এই বয়সে গ্যাসের বিল দিয়েও গ্যাস পাই না।”

সর্বশেষ

জনপ্রিয়