০১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৬, ১ ডিসেম্বর ২০২৫

গানের ক্লাব থেকে বের হওয়া নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

গানের ক্লাব থেকে বের হওয়া নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর মধ্যনরসিংপুর এলাকা থেকে সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। তিনি তার দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী সোনিয়ার বরাতে পুলিশ জানায়, সোনিয়া বিভিন্ন গানের ক্লাবে গান করেন। রোববার রাত ১০টার দিকে সুমন খলিফা তাকে নিয়ে পঞ্চবটি মেথর খোলায় অবস্থিত সোহেল সরকারের গানের ক্লাবে যান। সেখানে রাতভর সোনিয়াসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। সকালে বাসায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় স্বামীকে খুঁজে না পেয়ে তিনি সহযোগীদের সঙ্গে রওনা দেন। অটো অফিস মোড়ে পৌঁছালে তারা ছিনতাইকারীর কবলে পড়েন এবং পরে থানায় যান।

এ সময় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ জানতে পারে মধ্যনরসিংপুর এলাকায় একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পরে মরদেহের ছবি দেখে নিহতের স্ত্রী সোনিয়া লাশটি তার স্বামী সুমন খলিফা বলে শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “নিহতের মাথার পেছনে, পিঠে ও কোমরের ওপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়