১৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০১, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:১২, ১৬ নভেম্বর ২০২৫

বন্দরে মশাল মিছিলে অংশগ্রহণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে মশাল মিছিলে অংশগ্রহণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম পলুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের চাপাতলী এলাকার হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পলুকে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ১১(১১)২৫ নম্বর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাতে চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫০-৫৫ জনের একটি দল জড়ো হয়। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১৫-২০টি মোটরসাইকেলে থাকা মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়। এরপর ঘটনাটি থানা-পুলিশ বিস্তারিত তদন্ত করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় সম্পৃক্ততার অভিযোগে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম পলুকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়