১৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৪, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

শনিবার (১৩ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরানী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজ এবং উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে তিনি ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সার্বিকভাবে আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়