১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ওসমানী পৌর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন মাসুদুজ্জামান

ওসমানী পৌর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুজ্জামান। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তিনি পৌর স্টেডিয়াম মাঠটি পরিদর্শন করেন। এর আগে তাকে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার কর্মী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

পরে ক্রীড়া সংস্থার ভিতরে তিনি একদল ক্ষুদে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এসময় মাসুদুজ্জামান তাদেরকে ফুল দিয়ে তাদের সাথে ফটোসেশন করেন। ফটোসেশন শেষে ক্ষুদে খেলোড়দের সাথে নিয়ে তিনি ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংস্থার কর্মী, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। 

মতবিনিময় শেষে তিনি ওসমানী পৌর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাঠের কাঠামোগত কোন বিষয়ে বিষয়ে কাজ করলে এখানের খেলোয়াড়রা সুবিধা পাবে এবং স্টেডিয়াম ও ক্রীড়া সংস্থার উন্নতি সাধন হবে তা নিয়ে ক্রীড়া সংস্থার কর্মীবৃন্দ ও সাবেক খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন মাসুদুজ্জামান।

সর্বশেষ

জনপ্রিয়