০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ৪ জানুয়ারি ২০২৬

ইমরান-ইরফানের নেতৃত্বে জাগ্রত যুব সংসদ

ইমরান-ইরফানের নেতৃত্বে জাগ্রত যুব সংসদ

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় কোনো অতিরিক্ত মনোনয়ন না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনার আল মামুন খান নবনির্বাচিত কমিটির তালিকা প্রকাশ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সচিব ইমরান হোসেন জিসান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি ইরফান আহমেদ সাগর।

এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সাদমান রহমান, ইফতেখার হায়দার প্রিতম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসারুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম অনিক, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ইমন, প্রচার ও দপ্তর সম্পাদক যুবায়ের আহমেদ প্রান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৌরভ চন্দ্র ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক সাদমান সাকিব, মহিলা সম্পাদিকা হাসনাতুল রুবাইয়াত আনহা, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ও উমর মুজতাহিদ রিয়াদ।

সর্বশেষ

জনপ্রিয়