০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৬, ৪ জানুয়ারি ২০২৬

সিপিবি নেতা সুজয় রায় চৌধুরীকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়

সিপিবি নেতা সুজয় রায় চৌধুরীকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায়

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু মৃত্যুবরণ করেছেন।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় আমলাপাড়া নিজ ভাড়াবাড়িতে হার্ট অ্যাটাকে তিনি  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার মরদেহ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চাষাড়া শহীদ মিনারে রাখা হয়। যেখানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে মাসদাইর এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে সুজয় রায় চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত গুণাবলী স্মরণ করে আলোচনা করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, রাজনৈতিক ব্যক্তি ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মণি সুপান্থ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁরা বলেন, তিনি কম কথা বলতেন, বিনয়ের সহিত ধীরে ধীরে কথা বলতেন, গানের শিল্পী ছিলেন এবং গণমানুষের মুক্তির গান গেয়ে মানুষকে উজ্জীবিত করতেন। গানের স্কুলে শিক্ষকতা করে পরিবার চালাতেন।

তিনি ছোটবেলা থেকে নারায়ণগঞ্জে বড় হয়েছেন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মাধ্যমে দীর্ঘ লড়াই-সংগ্রামের পর কমিউনিস্ট পার্টির সদস্য হন। বর্তমানে তিনি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শহর কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে তার প্রতি লাল সালাম জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়