নির্বাচিত হলে জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো: গোলাম মসীহ্
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩ আসনের গোলাম মসীহ্ সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৪ জানুয়ারি) নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং নির্বাচনের সময় পাশে থেকে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে গোলাম মসীহ বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের প্রয়োজন পূরণ করবো, তাদের সুখে-দুঃখে পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের খেদমত করতে, দ্বীনের খাদেম হতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন এই প্রত্যাশা।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, নগর ছাত্র আন্দোলন সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































