০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৬, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ

ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স কর্তৃক অপহরণের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র গতকাল (শনিবার) সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে। এ হামলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যাদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

তারা বলেন, ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই আগ্রাসন চালানো হয়েছে। মাদুরো সরকারকে উৎখাত করে মার্কিন অনুগত একটি পুতুল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ লুটপাটের ক্ষেত্র তৈরি করাই এই হামলার মূল লক্ষ্য। এ ধরনের সামরিক আগ্রাসন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা ও অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতার নীতির চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ আরও বলেন, ২০০৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় সরকার গঠনের পর দেশটি মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং তেলসহ বিভিন্ন খনিজ সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট মাদুরো সেই নীতির ধারাবাহিকতায় জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কথিত মাদকবিরোধী অভিযানের অজুহাতে এই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে অবিলম্বে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা বন্ধ করা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়