বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
বন্দরে “ডেভিল হান্ট” অভিযানে দুটি পৃথক মামলায় দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার (৩ জানুয়ারি) বন্দরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কেওঢালা এলাকার আলেক চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৭) ও আফাজ উদ্দিন মিয়ার ছেলে, ধামগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাসেল (৩৫)।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে বন্দর খেয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলায় শফিকুল ইসলাম ও রাসেলের সম্পৃক্ততা থাকার অভিযোগে এদেরকে আটক করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ধৃত শফিকুল ইসলাম মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. সালামের ঘনিষ্ঠ সহযোগী এবং রাসেল ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাছুমের ভাতিজা।





































