০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫১, ৪ জানুয়ারি ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের নতুন কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের নতুন কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের থানা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় বন্দরের শাহী মসজিদ সংলগ্ন শাহী মসজিদ মাদরাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি এম. মাহদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সামনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করেছে। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলকে সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম বলেন, “বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামীর নেতৃত্বের হাল ধরতে হবে।”

সভাপতির বক্তব্যে এম. মাহদী হাসান বিগত সেশনের কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলন শেষে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে এইচ. এম. ইউসুফ আহমদ, সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ জিহাদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ হাসিবুল হাসান-এর নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোস্তফা কামাল, বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা শাহজালাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর, বন্দর থানা পশ্চিমের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের সহ-সভাপতি ইউসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল, প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল হাসানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়