জনদুর্ভোগ লাঘবে নাসিকের কর্মকর্তাদের সাথে জামায়াতের আলোচনা
নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র জনদুর্ভোগ নিরসন ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জামায়াতের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমদ মিশনপাড়া এলাকার সমস্যাগুলো তুলে ধরেন।
তিনি জানান, মিশনপাড়া মসজিদের পাশে অবস্থিত পুকুরটি ময়লার স্তূপে পরিণত হওয়ায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন জানান, তিনি দ্রুত ওই স্থান পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আইইটি স্কুল সংলগ্ন রাস্তা সংস্কারের বিষয়ে জানিয়ে তিনি বলেন, প্রস্তাব ইতোমধ্যেই এলজিইডিতে পাঠানো হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রাস্তা ও মাসদাইর ও বিবি রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্প্রিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আলোচনা ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সিটি কর্পোরেশন তাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কষ্ট লাঘব করবে।





































