৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫

শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান মামুন মাহমুদের

শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান মামুন মাহমুদের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করে দলটির নেতারা।

শোকবার্তায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “কোটি কোটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে বাংলাদেশের অভিভাবক, আমাদের সকলের মা, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তায়ালা তার দরবারে নিয়ে গিয়েছেন।”

“এই মহান নেত্রীর আপোসহীন দৃঢ়তায় এক সুদীর্ঘ লড়াই-সংগ্রামের পর বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্র হরণকারী স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়ে দেশকে পুনরায় বিনির্মাণে একতাবদ্ধ হচ্ছিল, জাতির ঠিক সেই প্রয়োজনীয় মুহুর্তে বাংলাদেশের এই অবিভাবকের চির বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সৃষ্টিকর্তার জন্ম-মৃত্যুর বিধান অনুযায়ী সবাইকেই এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়, নিতে হবে।”

খালেদা জিয়ার প্রয়ানের এই শোককে শক্তিতে রূপান্তরের আহ্বানও জানান বিএনপি নেতা মামুন মাহমুদ।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়ের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বারংবার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের জনগণের আশার প্রদীপ জননেতা তারেক রহমানের  নেতৃত্বে সকলে একতাবদ্ধ থেকে অধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্রকে পরাজিত করে গণতন্ত্র স্থায়ীভাবে পূণঃপ্রতিষ্ঠা করে, দেশকে বিনির্মান করতে হবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া যেই সুসংগঠিত এবং সুসংহত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এই অবিসংবাদিত নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন।”

সর্বশেষ

জনপ্রিয়