বিচার বিভাগ খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বেশি অবিচার করেছে: তৈমূর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার।
এক শোকবার্তায় তিনি বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক ছিলেন, যার সমকক্ষ নেতৃত্ব আজ পর্যন্ত গড়ে উঠেনি। ১/১১ সরকারের সময় জিয়া পরিবারকে ছেড়ে পালিয়ে যাওয়া বা সংস্কারে যাইনি, একসাথে জেল খেয়েছি। তিনি ধৈর্য, অদম্য সাহস ও কঠিন মানসিকতার অধিকারী ছিলেন, যা তাকে শত কোটি মানুষের হৃদয়ে আস্থার জায়গা করে দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচার বিভাগ তার প্রতি সবচেয়ে বেশি অবিচার করেছে এবং বিচার অঙ্গনে একটি জঘন্য নজির স্থাপন করেছে।”
ড. তৈমূর আলম খন্দকার নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “আমার পিঠের চামড়া দিয়ে তার জুতা বানিয়েও এ ঋণ শোধ হবে না। হে পরম করুনাময় আল্লাহ, আমার নেত্রীকে ইহকাল ও পরকালের সর্বোচ্চ সম্মান ও হেফাজত দান করুন।”





































