৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে গণসংহতি আন্দোলনের নেতা তরিকুলের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে গণসংহতি আন্দোলনের নেতা তরিকুলের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়া অনন্য উদাহরণ হয়ে থাকবেন। তিনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাহসী নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কাছে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তরিকুল সুজন আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যক্তিগত আক্রমণ ও চাপ সত্ত্বেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাঁর নেতৃত্বে জনগণ যে ভরসা রেখেছেন, তিনি সব সময় তা রক্ষায় সচেষ্ট ছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি দেশের রাজনৈতিক অভিভাবকের ভূমিকায় ছিলেন।

তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দল ও জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সর্বশেষ

জনপ্রিয়