খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক ছাত্রদল নেতা মামুনের শোক
গণতন্ত্রের আপোসহীন নেত্রীখ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে এক বিবৃতিতে শোকবার্তা দিয়ে তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “বালাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতিক, গণতন্ত্রের আপোসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর উপজেলা ছাত্রদল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সাহসী রাজনৈতিক জীবন জাতীয়তাবাদী ছাত্রদলসহ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতি তথা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”





































