মানুষের ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য: সিরাজুল মামুন
১১ দলীয় ঐক্যের শরিক দল খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি মার্কা) বলেছেন, “আমাদের লড়াই কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য।”
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রত্যেক ভোটারের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দুঃখ শুনতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। প্রচারণার সময় কখনো রুঢ় আচরণ করা যাবে না; ধৈর্য, নম্রতা ও ভালো ব্যবহারই মানুষের মন জয় করার সঠিক পথ।”
তিনি আরও বলেন, “দেওয়াল ঘড়ি মার্কা শান্তি ও পরিবর্তনের প্রতীক। এই বার্তাটি নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থেকে মানুষের দ্বারে দ্বারে যেতে পারি, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।”
তিনি প্রতিটি প্রচারণার মুহূর্তে নৈতিকতা ও আদর্শের পরিচয় দিতে গুরুত্বারোপ করেছেন।
সভায় সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের পরিচালনায় জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টুসহ বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলরা অংশ নেন।





































