নারায়ণগঞ্জ-২: স্বতন্ত্রে আঙ্গুরের মনোনয়নপত্র জমা
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, থানা যুবদলের সভাপতি আলী আজগোর ভূইয়া, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা সাম্যবাদী দলের সদস্য সচিব মজিবুর।





































