২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫

শেষদিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

শেষদিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষদিন আজ রোববার (২৯ ডিসেম্বর)। এ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ছাড়াও আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

সকাল এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন নারায়ণগঞ্জ-৫ আসনে মুক্তিজোটের প্রার্থী আমজাদ হোসেন মোল্লা। বাকি প্রার্থীদেরও রোববারের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন। 

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এদিন, দুʼটি ব্যালট ইস্যু করা হবে। প্রতি ভোটার পছন্দের সংস্দ সদস্যের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটও দেবেন।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বিক্রি শুরু করেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৮৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত জমা দিয়েছেন ৩ জন প্রার্থী।
আসনগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী দিয়েছে। তারা ভোটের মাঠে সক্রিয় রয়েছেন।

তারপর চলবে যাচাই-বাছাই। এ কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে প্রবেশ করবেন। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। তারপর থেকে প্রার্থীরা ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

সর্বশেষ

জনপ্রিয়