২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ২১ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৫ ডিসেম্বর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মো. রেহান আফজাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবু হানিফ হৃদয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম।

এছাড়া একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক, কাজী মো. জহিরুল ইসলাম ও মো. সেলিম রেজা শাওন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন খেলাফত মজলিসের ইলিয়াস আহম্মেদ, বাসদের সেলিম মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, জাসদের সুরাইয়া তাবাসসুম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবু হানিফ হৃদয়।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার স্ত্রী নারগিস আক্তার। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া এই আসনে মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাসদের আবু নাঈম খান বিপ্লব এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়