২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০১, ২১ ডিসেম্বর ২০২৫

বন্দরে মিশুক চালক ইউসুফ আলী নিখোঁজ

বন্দরে মিশুক চালক ইউসুফ আলী নিখোঁজ

বন্দর এলাকায় কাজের উদ্দেশ্যে মিশুক নিয়ে বের হওয়া ইউসুফ আলী (৫৮) নামে এক মিশুক চালক নিখোঁজ হয়েছেন। তিনি বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার আব্দুল রহমান মিয়ার ছেলে।

নিখোঁজের ঘটনায় তার স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি।

নিখোঁজের স্ত্রীর বরাতে জানা যায়, ইউসুফ আলীর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়