২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ২১ ডিসেম্বর ২০২৫

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর থানার ২৭নং ওয়ার্ডের চাপাতলী এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪নং মামলায় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এ আগে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর থানার চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে যোগসাজশে ধৃত নেতা বিল্লাল হোসেন ও তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালায়।
 

সর্বশেষ

জনপ্রিয়