বন্দরে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ১৪ বছরের এক কিশোরী বাসযাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শীতলক্ষ্যা এলাকা থেকে ফয়সালকে এবং একইদিন রাতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে হেলপার রানাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া থানার কাটাপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে বাসের হেলপার রানা (৩২) এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার খরমা এলাকার শাকিল মিয়ার ছেলে ফয়সাল (৩০)।
পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত মামলা নম্বর ৩৫(১১)২৫ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বাদীর কন্যা সোনারগাঁয়ে খালার বাড়ি থেকে মায়ের বাসা ঢাকার কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মোগরাপাড়া এলাকা থেকে বাসে ওঠার পর বাসের হেলপার রানার সঙ্গে তার পরিচয় হয়। কেরানীগঞ্জ যাওয়ার জন্য যাত্রাবাড়ী এলাকায় নামতে চাইলে হেলপার রানা তাকে বাস থেকে নামতে বাধা দেয় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বন্দর থানাধীন ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ী এলাকায় আল আমিনের বসতঘরে নিয়ে যায়।
পরবর্তীতে ২২ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে ওই বাড়িতে কিশোরীকে ধর্ষণ করা হয়। এ সময় আরেক আসামি আল আমিন ঘটনাস্থলে পাহারায় ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে সুযোগ পেয়ে ভুক্তভোগী কিশোরী পালিয়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ও ঢাকার গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।





































