নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে বাসদের ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে সেলিম মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, “বিগত সংসদগুলো ধীরে ধীরে ধনীদের ক্লাবে পরিণত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থী কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর মনিটরিং চোখে পড়ছে না।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। সারাদেশে মব সন্ত্রাস, খুন-হত্যা, সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠান- ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার এবং উদীচীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে ভীতি সৃষ্টি হয়েছে।”
এ অবস্থায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন তিনি।
আবু নাঈম খান বিপ্লব আসন্ন নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ, সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং ফিল্ড) পরিবেশ নিশ্চিত করা এবং মব সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করেছিল। কিন্তু ১৬ মাস পেরিয়ে গেলেও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের জামানত ৫০ হাজার টাকা এবং সিডি সংগ্রহে ১১ থেকে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা একজন সাধারণ প্রার্থীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য।”
নির্বাচনকে বানচাল করার একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি এবং এর দায় সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেন।
সেলিম মাহমুদ বলেন, “সংসদ ধনীদের ক্লাব হবে না, সংসদ হবে জনগণের অধিকার আদায়ের হাতিয়ার।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।





































