১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০১, ১৮ নভেম্বর ২০২৫

ডেঙ্গু আক্রান্ত ছাত্র ফেডারেশন নেতা সাইদুর: দ্রুত আরোগ্য কামনা

ডেঙ্গু আক্রান্ত ছাত্র ফেডারেশন নেতা সাইদুর: দ্রুত আরোগ্য কামনা

নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান। তার দ্রুত আরোগ্য কামনা করে এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ‘ব্যর্থতার’ নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনে সামনের সারির নেতৃত্ব দিয়েছেন সাইদুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি নগরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন। পরিত্যক্ত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন নেতার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া আমাদের জন্য গভীর উদ্বেগের।”

নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, “নারায়ণগঞ্জে ডেঙ্গু এখন ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জনগণের জীবনের চেয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষায় প্রশাসন আরও বেশি আগ্রহী বলে মনে হচ্ছে।”

তারা অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে।

বিবৃতির শেষে বলা হয়, “নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আন্দোলনই পারে এই মৃত্যুঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে।”

সর্বশেষ

জনপ্রিয়