১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিয়েছেন নিরব রায়হান

নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিয়েছেন নিরব রায়হান

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির যুব উইং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান। সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি৷

নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক। তিনি এনসিপির প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

আসনটিতে বিগত সময়ে গাজী গ্রুপের কর্ণধার আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সংসদ সদস্য ছিলেন। বিগত সরকারের এক মেয়াদে বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

এ আসনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত। 

নিরব রায়হান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর জনমানুষের মাঝে একটি নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে৷ বিগত ৫৪ বছরের যে রাজনৈতিক সিস্টেম এবং গত ১৬ বছরের যে কলঙ্কিত অধ্যায় এই জাতি দেখেছে তা থেকে সাধারণ জনগণ মুক্তি চায়৷ আমরা দেখেছি, বিগত সময়ে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে এই অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, ক্ষমতা দখল করে রূপগঞ্জের মানুষকে কুক্ষিগত করে রেখেছে। দখল করেছে মানুষের বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানান কিছু। এখানে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাটের স্বর্গরাজ্য কায়েম হওয়ায় শিক্ষা ব্যবস্থায়ও হয়েছে ক্ষতিসাধন৷ সঠিকভাবে হয়নি আমাদের শিক্ষার মানোন্নয়ন। দেশের অর্থনৈতিক কাঠামোতে যেই রূপগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই রূপগঞ্জই মূলত বৈষম্যের শিকার৷ পরতে-পরতে বৈষম্যমূলক আচরণ দেখেছে এই আসনের মানুষ৷ রূপগঞ্জের প্রতিটি মানুষকে আমি সেই মুক্তির পথ দেখাতে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমল এদেশের জনগণ আর কখনো দেখতে চায় না৷ আজ হাসিনার রায়ে শহীদ পরিবার, আহতরা সহ দেশবাসী খুশি। এই খুশির দিনে আমি রূপগঞ্জ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এই খুশির জোয়ার রূপগঞ্জবাসীর জন্য অব্যাহত রাখতে চাই৷ এতে সবার দোয়া ও আন্তরিকতা কামনা করি৷”

নারায়ণগঞ্জ-১ আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা আসনটিতে প্রচার কাজও শুরু করে দিয়েছেন।

এ আসনে গণসংহতি আন্দোলন তাদের দলের নারী সদস্য নাজমা বেগম এবং গণঅধিকার পরিষদ কাওছার আলীকে প্রার্থী করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়