কুরআন অবমাননাকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেছেন, কুরআন অবমাননাকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় এদের দোসররা সুযোগ পেয়ে পর্যায়ক্রমে এমন ন্যক্কারজনক ঘটনা পুরাবৃত্তি করতে পারে। পরপর দুটো ঘটনা তারই প্রমাণ বহন করে।
সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তারা আরও বলেন, যাকে মানসিক ভারসাম্য বলে গা-বাঁচিয়ে দেয়া হচ্ছে, সে কেন ভারসাম্য হারিয়ে অন্যকোন বই বা পুস্তক পিষ্ট করলো না? তাছাড়াও আজ সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় সোহাগ নামে এক কুলাঙ্গার ইসলাম ধর্ম ও কুরআন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এসব বদবখতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় তৌহিদী জনতা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।