আইনজীবী সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত রেজা-গালিব প্যানেল

নারায়ণগঞ্জ বার নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের চেম্বারে নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা থেকে আদালত প্রাঙ্গণ ও পাশের আইনজীবীদের চেম্বারে চেম্বারে ঘুরে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। গণসংযোগের আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজের সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
গণসংযোগে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব বলেন, “বর্তমানে বার নির্বাচনের পরিবেশ একেবারেই ভালো নয়। ভোটাররা আতঙ্কের মধ্যে আছেন, আমরাও প্রার্থীরা আতঙ্কের মধ্যেই আছি। বিভিন্ন প্রকার হুমকি-ধামকি চলছে। আমরা যেন একটি ট্রমার মধ্যে আছি।”
বিরোধী প্যানেলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “তারা বলছে ভোট দেখে দেখে নেবে। আমরা এর বিরোধিতা করছি। এটি কোনো নির্বাচনী পদ্ধতি নয়। আমি মনে করি যাদের নির্বাচনে ভয় আছে, তাদের রাজনীতি না করাই ভালো। কারণ একজন রাজনীতিবিদের ইমেজ নির্বাচনের মাধ্যমেই বিবেচিত হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে আমাদের আবেদন—বারে যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। ভোটাররা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নার্গিস পারভীন প্রমুখ।