২১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ২০ জুলাই ২০২৫

দলীয় ব্যানার-পোস্টার সরিয়ে নিলো জামায়াত

দলীয় ব্যানার-পোস্টার সরিয়ে নিলো জামায়াত

রাজধানীতে জাতীয় সমাবেশ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিয়েছে দলটি। রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই জামায়াতের পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সাঁটানো হয়। নিজ উদ্যোগে তা পরদিন সরিয়ে নেওয়া হয়েছে।

জামায়াতের নেতারা জানান, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে রোববার বেলা বারোটার দিকে শহরের যে সমস্ত জায়গাগুলোতে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল, তা দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সরিয়ে ফেলা হয়। দলটির নেতা-কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাড়া, চিটাগাং রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তা এ সকল রাস্তাগুলোতে লাগানো ব্যানার-ফেস্টুন সরিয়ে নেয়।

গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়