ডিসি-এসপিকে এনসিপির শুভেচ্ছা

নারায়ণগঞ্জে গত ১৮ জুলাই একদিনে পাঁচটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দল।
রোববার (২০ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।
এসময় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসনিম আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন জেলা এনসিপি নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে আহমেদুর রহমান তনু বলেন, “১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরে একদিনে পাঁচটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি সফলভাবে শেষ হওয়ায় আমরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ।”