১২ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১১ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে গণসংহতি আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই শহীদদের স্মরণে গণসংহতি আন্দোলনের ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদদের স্মরণে ও চিকিৎসা থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শিয়াচর আদর্শ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষ সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত মোট তিনটি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো প্রায় ১৪ শতাধিক শহীদদের স্মরণ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় আমরা জুলাই-আগস্ট মাসজুড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য—শ্রমিক অধ্যুষিত অঞ্চলে চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, “চিকিৎসা সেবা আমাদের সাংবিধানিক অধিকার হলেও বাস্তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও এ সেবা থেকে বঞ্চিত। চিকিৎসা খাতে পর্যাপ্ত অবকাঠামো নেই, নেই পর্যাপ্ত ডাক্তার কিংবা নার্স। সরকারি বরাদ্দও অপ্রতুল। ফলে ঘনবসতিপূর্ণ ও নিম্নবিত্ত অধ্যুষিত এলাকাগুলোতে রোগ-বিসুখের ঝুঁকি বেশি, কিন্তু সেবা কম। তাই আমরা চেষ্টা করছি এই অসহায় মানুষের কাছে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে।”

এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন—ডা. মো. সাইদুল ইসলাম সাইদ ও ডা. ইয়াসিন ফাহিদ।

ক্যাম্পে উপস্থিত ছিলেন—গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা প্রচার সম্পাদক শুভ দেব, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দিপু, জেলা সদস্য আওলাদ হোসেন, নারী সংহতির জেলা আহ্বায়ক নাজমা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা, অর্থ সম্পাদক মৌমিতা নূর, সংগঠক সিয়াম সরকার, কদম রসুল কলেজ কমিটির আহ্বায়ক অনামিকা, ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক কমিটির সভাপতি মো. মাহাদী হাসান, স্বপ্নীল শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়