২৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০৮, ২৪ মে ২০২৫

তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান অধ্যাপক মামুনের

তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান অধ্যাপক মামুনের

ঢাকায় বিএনপির তারুণ্যেও সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। শনিবার (২৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যেও সমাবেশের আয়োজন করেছে দলটি। এ সমাবেশ সফল করতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন মামুন মাহমুদ।

প্রায় তিন ঘন্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাছির উদ্দিন বাচ্চু ,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ,ওলামা দলের আহবায়ক হাফেজ মো. জাকারিয়া সদস্য সচিব আলম হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়