২৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ২৩ মে ২০২৫

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে: হামিদুর রহমান আযাদ

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে: হামিদুর রহমান আযাদ

পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ মে) নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি ভালো সরকার প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে সততা ও যোগ্যতার সঙ্গে জনগণের জন্য কাজ করতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন বলেন, “জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনের নিশ্চয়তা দেয়। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।

ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, এবং জেলা ও মহানগরের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিনসহ জেলা ও মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়