কবি নজরুলের ১২৬তম জন্মদিবসে বন্দরে নজরুল পাঠাগারে শ্রদ্ধা

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার। শনিবার (২৪ মে) সকালে বন্দর থানার মদনগঞ্জে পাঠাগার প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
পাঠাগারের পরিচালক মুন্নী সরদার-এর সভাপতিত্বে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা রবিউল আউয়াল (রবি মিয়াজী), সদস্য ও শুভাকাঙ্ক্ষী পলাশ মাহাবুব, সদস্য তামান্না আক্তার, রাইসা ইসলাম, ঝরা আক্তারসহ পাঠাগারের অন্যান্য সদস্য ও পাঠকবৃন্দ।