আড়াইহাজারে বিভিন্ন মামলায় চার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বিভিন্ন মামলার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নিয়মিত মামলার আসামি মো. রাসেল ভুইয়া (৩৫), মো. দুলাল (৪৫), জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহীন (৩৫) ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সেরাজল (৪০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।