২৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ২৪ মে ২০২৫

শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেন চাঁদাবাজি না হয়: আশা

শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেন চাঁদাবাজি না হয়: আশা

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে নাসিক ২৩নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা বলেন, “শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেন চাঁদাবাজি না হয়, যেন সাধারণ মানুষকে কষ্ট পেতে না হয়। আমরা গাড়িবহর নিয়ে বের হই, সামনে ২০-৩০টি হোন্ডা চলে, হর্ন বাজিয়ে রাস্তায় দখল করে চলি—এসব মানুষ পছন্দ করে না। তারা হোন্ডা বাহিনীর কাছে ইতিমধ্যে অতিষ্ঠ। একই কাজ আমরা করলে মানুষ বলবে—আগেরটাই ভালো ছিল। সেই সুযোগ যেন আমরা কাউকে না দেই।”

তিনি বলেন, “এই দেশে কখনো ভালো ছিল না। আলেম-ওলামাদের মসজিদ থেকে টেনে বের করে নেওয়া হতো, দাড়ি-টুপি দেখলেই বলা হতো জঙ্গি, জামায়াত-বিএনপি। শাপলা চত্বরে এত এত শিশু নিহত হলো, সেই লাশের ওপর দাঁড়িয়ে যদি কেউ বলেন—দেশ ভালো ছিল, তাহলে তারা মানুষ নয়। এ ধরনের অমানুষদের কর্মের সুযোগ যেন আমরা না করে দেই।”

আবুল কাউছার আশা আরও বলেন, “আমরাও যদি খিচুড়ি খাওয়ানোর নামে কারো কাছ থেকে চাল-ডাল-টাকা আদায় করি, অন্যায়ভাবে মামলা বাণিজ্যে জড়াই, নিরপরাধ মানুষকে হয়রানি করি—তাহলে দিন শেষে মানুষ শান্তি পাবে না। মজলুমদের যদি আমরা কষ্ট দেই, আল্লাহ আমাদেরও ছাড় দেবেন না। আমাদের ওপর যেন ৫ আগস্টের মতো কোনো ঘটনা না আসে, সে জন্যই সচেতন থাকতে হবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা তাওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল সরদার ও মো. হোসেন কাজল, মহানগর বিএনপির সদস্য আনিসুল ইসলাম মিঠু, নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার দেওয়ান, ২২নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শাহ আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাবিব এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়