২৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৩, ২৪ মে ২০২৫

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন ২৭ জুন

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন ২৭ জুন

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৪ মে) ক্লাবের কার্যকরী পরিষদের সাধারণ সভায় এই নির্বাচনের তফসিল ও বিধিমালা ঘোষণা করা হয়। একইসঙ্গে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ও অনুমোদন দেওয়া হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীর কুমার সাহা। সদস্য হিসেবে রয়েছেন মাসুদুজ্জামান ও অ্যাডভোকেট নবী হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এবার মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদের মধ্যে রয়েছে: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৫ জন কার্যনির্বাহী সদস্য।

আগামী ২৭ জুন (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সকাল ১১টায় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়