২৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ২৪ মে ২০২৫

রূপগঞ্জে হত্যাসহ ডজনখানেক মামলার আসামি ‘ইয়াবা নাজমুল’ গ্রেফতার

রূপগঞ্জে হত্যাসহ ডজনখানেক মামলার আসামি ‘ইয়াবা নাজমুল’ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজমুল (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রামদা ও একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নাজমুল, নাওড়া এলাকার আহামুদুল্লাহর ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, ২০২৪ সালের ৬ জুন নাওড়া এলাকায় বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি নাজমুল। এছাড়া একই বছরের ১০ ফেব্রুয়ারি নাওড়া এলাকায় সংঘটিত গুলি বর্ষণ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলারও আসামি সে। ওই ঘটনায় আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে মামলা করেন।

এছাড়া ২৬ মার্চ নাওড়া এলাকার মুস্তাফিজুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট এবং কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামিও নাজমুল।

ওসি জানান, “নাজমুল ওরফে ইয়াবা নাজমুলের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি সহ নানা অপরাধে অন্তত ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নাজমুলের হাতে থাকা রামদা ও বল্লম জব্দ করা হয়েছে। দুপুরে তাকে দশ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়