সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে জেলা যুব ফেডারেশনের মানববন্ধন

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশন। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হাসান হৃদয়-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক জিসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, “যে অভিযোগে সাংবাদিক জিসানকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পুলিশ প্রশাসন উপস্থাপন করতে পারেনি। এটি একটি স্পষ্ট হয়রানির উদাহরণ।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, গণসংহতি আন্দোলন, ফতুল্লা থানার আহ্বায়ক
জাহিদ সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, জেলা যুব ফেডারেশনের তথ্য সম্পাদক হারুনুর রশীদ আকাশ, দপ্তর সম্পাদক গাজী রাকিবুর রহমান।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সত্য এবং ন্যায়বিচারের পক্ষে যারা অবস্থান নেয়, তাদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই সফল হবে না।