বন্দরে রাজিব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান দুই আসামি আয়াত (২৮) ও সিফাত (২৩) গ্রেপ্তার হয়েছে। র্যাব-১১-এর অভিযানে শনিবার (১৭ মে) ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার মোস্তফার ছেলে। রোববার (১৮ মে) দুপুরে তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ছোটবাগ এলাকায় রাজিব হোসেন জয় (৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাজিব হোসেন মদনপুরের দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছেলে। তিনি গার্মেন্টসে চাকরি করতেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আয়াত ও সিফাতসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করে। ঘটনার দিন রাজিব রিকশায় বাড়ি ফেরার পথে ছোটবাগ এলাকায় তাকে ফোন করে ডেকে নেয়া হয়। সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আয়াত, সিফাত, মিরাজ, মেহেদী, জীবনসহ অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজিবকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে।
পরে রাজিবের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে র্যাব-১১ তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে গ্রেপ্তারকৃতদের অবস্থান নিশ্চিত হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।