বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে আলীরটেক ডিক্রিরচর এলাকায় জেলা শাখার কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান।
সভাপতির বক্তব্যে ফরায়েজী আন্দোলনের জেলা সভাপতি ও বক্তাবলী পরগনা ময়ালী কমিটির প্রধান আনোয়ার হোসেন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নভাবে দলের জন্য কাজ করব।”
প্রধান অতিথি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, “আমরা ইসলামীক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য একাধিকবার আবেদন করেছিলাম। এবার আমরা আশাবাদী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধন দেওয়া হবে।”
সম্মেলনে বক্তব্য রাখেন ফরায়েজী আন্দোলনের মহাসচিব এবিএম এমদাদুল হক, প্রচার সম্পাদক মাওলানা আবুল বাসার ফরায়েজী, বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলনের মহাসচিব মাওলানা ফেরদাউসুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক মুফতী আইয়ুব আলী ফরায়েজী, তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল করিম, নির্বাহী সদস্য মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
সম্মেলনে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলা কমিটিতে আনোয়ার হোসেনকে সভাপতি এবং এডভোকেট জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।