১৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৫, ১৬ মে ২০২৫

ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে: শাহেদ আহমেদ

ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে: শাহেদ আহমেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় মজিববাগ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

শুক্রবার (১৬ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "একটি দেশকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন, সবই এই ফ্যাসিস্ট সরকার করেছে। গত ১৭ বছরে বিভিন্ন স্তরের পাশাপাশি সামাজিক ব্যবস্থাগুলোও ভয়ানকভাবে ধ্বংস করেছে এই সরকার।"

শাহেদ আহমেদ আরও বলেন, "এই শিশুকিশোরদের আগামীর জন্য সঠিকভাবে গড়ে তুলতে হলে খেলাধুলা সবচেয়ে ভালো একটি মাধ্যম।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেন ও মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে মেরি লালকার ও বন্ধুমহল দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে মেরি লালকার ৬৬ রানের টার্গেট দেয়। তবে বন্ধুমহল টার্গেট পূর্ণ করার আগেই অলআউট হয়ে যায়।

সর্বশেষ

জনপ্রিয়