ইসলামী আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা দক্ষিণ শাখার উদ্যোগে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টায় কদমতলী কারীমিয়া মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তা না হলে আমাদের নিজেদের ক্ষতি হবে।"
মুহা. সুলতান মাহমুদ বলেন, "সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য দায়িত্বশীলদের প্রয়োজন। দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। দীন বিজয়ের লক্ষ্যে আমাদের সবাইকে প্রশিক্ষিত হতে হবে।"