১৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩২, ১৬ মে ২০২৫

সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি, সুরক্ষা ও সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক রবিউল হুসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদিচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক মোকাররম মামুন, এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু।

এছাড়া, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া বেগম, সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন, খাদিজা আক্তার মৌসুমী, পল্লবী সরকার, মো. রাশেদ ও ইসকান্দার আলী আলভী বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনায় সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান অবস্থা, সুরক্ষা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। আহ্বায়ক শাহেদ কায়েস তার লিখিত বক্তব্যে বলেন, "সোনারগাঁ হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ জরুরি ভিত্তিতে সংরক্ষণ করতে হবে। ইতোমধ্যে বহু প্রত্ন নিদর্শন ধ্বংস হয়ে গেছে।"

বক্তারা আরও বলেন, "সোনারগাঁয়ের প্রত্ন সম্পদ সংরক্ষণ করে এলাকাটিকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।"
 

সর্বশেষ

জনপ্রিয়