সোনারগাঁ বিএনপি নেতাকর্মীদের মান্নানের সতর্কবার্তা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বৃহস্পতিবার (১৫ মে) এক বার্তায় তিনি এ নির্দেশনা দেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমি আজহারুল ইসলাম মান্নান নির্যাতিত সকলের। তৃণমূলের ভালোবাসার মান্নান। আমি সকলের সাথে এক কাতারে দাঁড়িয়ে মিলেমিশে সবাইকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার সাথে দীর্ঘদিনের রাজপথের যোদ্ধাদের প্রতি আমার আস্থা রয়েছে। তথাপি, যাদেরকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, তাদের রাজনৈতিক অতীত সম্পর্কে নিশ্চিত হওয়া আপনাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু বিতর্কিত ব্যক্তি আমার অজ্ঞতসারে আমার আশেপাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। অথচ দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ যদি সচেতন থাকতেন, এমনটা ঘটার কথা নয়। তাই আজ থেকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে কোনো নেতার অবহেলার কারণে আমাকে বা দলকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “মনে রাখতে হবে, যারা আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তারা এখন কোনোভাবেই আমাদের সহযোদ্ধা হতে পারে না।”