১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৭, ১৫ মে ২০২৫

হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসলামী আন্দোলনের

হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসলামী আন্দোলনের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি সিটি কর্পোরেশনের আহত কর্মকর্তাদের খোঁজ-খবর নেন। এসময় অটোচালকদের হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “যেই অটোচালক সিটি কর্পোরেশন থেকে অনুমোদন ও সুবিধা নিয়ে রাস্তায় চলাচল করছে, তারাই আবার হামলা করছে — এটা খুবই নিন্দনীয়। তাদের পিছনে কোনো অপশক্তি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, শহর শাখা দক্ষিণের সভাপতি মুহা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পরিবেশবান্ধব সেবা ও যানজট নিরসনের বিষয়ে নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন নেতৃবৃন্দ। অবৈধ অটো রিকশাগুলোর কারণে সৃষ্ট যানজটের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিশেষ করে, অটো পার্টস আমদানিকারক ও প্রস্তুতকারকদের নিয়ন্ত্রণের ওপর জোর দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়